কবুতর কমাতে জন্মনিয়ন্ত্রণ পিল!

অতিরিক্ত কবুতরের চাপ শুধু ভারতবর্ষেই নেই ইউরোপের বিভিন্ন দেশও কবুতরের ভারে ভারাক্রান্ত। অতিরিক্ত উপস্থিতি আর যখন তখন মলত্যাগ করে শহুরেদের কাপড়চোপড় নোংরা করা ঠেকাতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ।

স্পেনের ঐতিহ্যবাহী শহর বার্সেলোনার নগর কর্তৃপক্ষ কবুতর ঠেকাতে জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করতে যাচ্ছে। এর আগে অতিরিক্ত কবুতর ঠেকানোর জন্য কবুতর নিধন করা শুরু করেছিল বার্সেলোনা নগর কর্তৃপক্ষ। এতে পরিবেশবাদীরা ক্ষেপে যায়। এজন্য আপাতত শান্তিপূর্ণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।

ডেইলি মেইলের বরাতে জানা যায়, এর মাধ্যমে নগর কর্তৃপক্ষ আগামী পাঁচ বছরের মধ্যে কবুতরের সংখ্যা ৮০ শতাংশ কমিয়ে আনতে পারবে। আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে কবুতর শুমারি করা হবে। তারপর নতুন বছরের এপ্রিল থেকে খাবারের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ানো শুরু হবে।

পশুপাখির জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার ইউরোপে নতুন নয়। গত পনের বছর ধরেই ইউরোপের বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হচ্ছে। স্পেনের অন্যান্য শহর আলিকেন্ট ও ভ্যালেন্সিয়াতেও কবুতরের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

বার্সেলোনা ফুটবল ক্লাবের জন্য বিখ্যাত এই শহরটি এবার কবুতরের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার জন্য খবরে জায়গা নিলো।

সূত্র: ডেইলি মেইল, ইন্ডিয়ান এক্সপ্রেসৎ



মন্তব্য চালু নেই