কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যাম-রাইয়ের কীর্তন অনুষ্ঠিত

থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় আজ বুধবার, ২৯অক্টোবর২০১৫ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্তজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েঅনুষ্ঠিত হয়েছে শ্যাম-রাই কীর্তন ।
বিশ্ববিদ্যালয় লাইব্রেরির নিজস্ব ভবন এর তৃতীয় তলায় অনুষ্ঠিতহয় এই শ্যাম-রাই কীর্তন।

এই কীর্তনের নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন ।

এসময় কীর্তনে উপস্থিত ছিলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা, সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, প্রভাষক নুছরাত শারমীন, ইসমত আরা ভূঁইয়া ইলা, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, মোহাম্মদ ফখর উদ্দিন (দ্রাবিড় সৈকত) এবং বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনত্রিশাল উপজেলা পৌর মেয়র এ.বি.এম. আনিছুজ্জামান।

উল্লেখ্য এরই ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ২০১৫ইং (শনিবার), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার কীর্তনটি মঞ্চায়ন করবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার বিভাগের শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই