কবিরহাটে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ডাকাতদল স্বর্ণালংকার, মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার ভোর ৪টার দিকে ইউনিয়নের রামনাথপুর গ্রামের রব সাহেবের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, ভোরে ১০-১২ জনের একদল ডাকাত রামনাথপুর গ্রামের মৌলভী বাজার সংলগ্ন রব সাহেবের বাড়ীর আবদুর রবের ঘরের লোহার গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতদের মধ্যে চার জন ডাকাত মুখোশধারী ছিল।

এসময় ডাকাতরা অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে নগদ সাড়ে তিন লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন, ২টি ডিজিটাল ক্যামেরা ও মূল্যবান জিনিসপত্র সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতিকালে ডাকাতরা ঘরের মধ্যে ব্যাপক ভাঙচুর করেছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই