‘কবরস্থান না শ্মশান’-মোদীর এই তুলনায় তেলেবেগুনে জ্বলছে কংগ্রেস
প্রধানমন্ত্রীর নিশানা ছিল উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার। কিন্তু রেগে গিয়ে সমাজবাদীর জোটসঙ্গী কংগ্রেস নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে।
রবিবার ফতেহ্পুরের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোনও সরকারেরই ধর্ম ও জাতের নামে জনগণের মধ্যে বিভেদ করা উচিত নয়। রমজানে বিদ্যুৎ থাকলে, দীপাবলিতেও বিদ্যুৎ থাকা চাই। কোনও বৈষম্য ঘটানো চলবে না।
তবে মোদীর যে মন্তব্যে কংগ্রেস বেশি রেগে গিয়েছে তা হল, তিনি বলেছিলেন, গ্রামে কবরস্থানের জন্য জমি দেওয়া হলে শ্মশানও বানানো উচিত।
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে কংগ্রেস। কংগ্রেসের আইন ও মানবাধিকার সেলের সম্পাদক কে সি মিত্তল সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর এই নিন্দনীয় বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছি আমরা।’
গত সপ্তাহেই কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল যে, তিনি উত্তরাখণ্ডে অনুমতি ছাড়া জনসভা করেছিলেন।
মন্তব্য চালু নেই