কপাল পুড়ল পেসার শহীদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগেরদিনই ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন পেসার মোহাম্মদ শহীদ। তাই তিনি ছিটকে পড়েন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সে ম্যাচ থেকে। ঢাকা ডায়নামাইটসের এই পেসারের জন্য নতুন করে দুশ্চিন্তার খবর হলো, বিপিএল থেকেই ছিটকে পেড়েছেন তিনি। তা ছাড়া জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরেও তাঁর যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার সকালে শহীদের হাঁটুতে এমআরআই করানো হয়। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, শহীদের হাঁটুর লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অনেকদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

তাই এখন শহীদকে অস্ট্রেলিয়ায় অনুশীলনেও পাঠানো হবে না। আর নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি না সেটাও একরকম অনিশ্চয়তার মধ্যে আছে। অবস্থা এমন হয়েছে, আগামী জানুয়ারির আগে তাঁর মাঠে ফেরা সম্ভব নয়।

এবারের বিপিএলে দারুণ খেলছিলেন ঢাকা ডায়নামাইটসের এই পেসার। ১৫ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন খুলনার পেসার শফিউল ইসলাম।



মন্তব্য চালু নেই