কন্যাসন্তান জন্মালেই মেলবে ১১ হাজার টাকার ফিক্সড ডিপোজিট

ভারতে কন্যাসন্তান জন্মালেই তাঁর নামে ১১,০০০ টাকার ফিক্সড ডিপোজিট করে দেবে দেশের অন্যতম স্বাস্থ্যসেবামূলক নেটওয়ার্ক অক্সি। রিও অলিম্পিকে তিন কন্যা দেশের নাম উজ্জ্বল করার পরই মেয়েদের জন্য এই বিশেষ ব্যবস্থা আনছে এই সংস্থা।

অক্সির সহ-প্রতিষ্ঠাতা শীতল কাপুর জানিয়েছেন, ‘আগামী প্রজন্মে মেয়েরা যাতে সুস্থসবল থেকে ছেলেদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে চলতে পারে, সেটাই অক্সির লক্ষ্য। সম্প্রতি অলিম্পিকে ব্রোঞ্জ ও রুপোর পদক জয়ের পর প্রত্যেক কন্যাসন্তানকে সোনার লক্ষ্যে এগিয়ে দিতে সাহায্য করতে চায় আমাদের সংস্থা।’

একটি কন্যাসন্তান হলেই তার শিক্ষা, স্বাস্থ্য ও বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যান বাবা-মায়েরা। সেজন্যই তাঁদের কথা ভেবে নারী কল্যাণের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়ে শীতল বললেন, ‘এই প্রকল্পে যোগ দিয়ে নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রত্যেক হবু মা নিজেদের নাম রেজিস্টার করুন। অ্যাকাউন্টে টাকা রাখার ব্যাপারে দেশব্যাপী ব্যাঙ্কগুলির সঙ্গেও কথাবার্তা চলছে।’

অক্সির অধিকর্তা জানিয়েছেন, প্রতিদিন আনুমানিক ৫০,০০০ শিশু ভারতে জন্মায়। তার মধ্যে অন্তত ৫,০০০-এর নাম রোজ রেজিস্টার করা হবে বলে আশা করা হচ্ছে। কন্যাসন্তানদের নামে ফিক্সড ডিপোজিট খুলে দেওয়া হবে। মেয়েটির বয়স ১৮ হলে এই টাকা ব্যাঙ্ক থেকে তোলা যাবে।

গত তিন বছর ধরে কাজ করলেও, ইতোমধ্যেই রেকর্ড সাফল্য পেয়ে প্রায় দেড় কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।-এই সময়



মন্তব্য চালু নেই