কত খরচ মদনের ছেলের বিয়েতে? জেরা পিসি চন্দ্র গার্ডেনের কর্তাকে জেরা সিবিআইয়ের
সারদা কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের নজরে এবার ধৃত পরিবহণমন্ত্রী মদন মিত্রের বড় ছেলের বিয়ে। কলকাতার পিসি চন্দ্র গার্ডেনে ধুমধাম করে বড় ছেলের বিয়ে দিয়েছিলেন মদন মিত্র।
আজ পিসি চন্দ্র গার্ডেনের আধিকারিক আর কে সিধকে ডেকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পরিবহণমন্ত্রীর বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে কত টাকা খরচ করা হয়েছিল? কীভাবে গার্ডেন কর্তৃপক্ষের বিল মেটানো হয়? অনুষ্ঠানে কোন কোন ভিআইপি আমন্ত্রিত ছিলেন? অনুষ্ঠানের ভিডিও রেকর্ডিংয়ের কোনও ব্যবস্থা ছিল কি না, পিসি চন্দ্র গার্ডেনের আধিকারিকের কাছে জানতে চান গোয়েন্দারা।তাঁর কাছে বেশ কিছু নথি চাওয়া হয়েছে, সিবিআই সূত্রে এমনটাই খবর।
মন্তব্য চালু নেই