কঠোর নিরাপত্তায় রাজধানী

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় পুলিশ ও গোয়েন্দাদের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে পুলিশ।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে- শাহবাগ, রমনা, মৎস্য ভবন ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। এ ছাড়া, র‌্যাবের পেট্রোল টিম ওই এলাকায় টহল দিতে দেখা গেছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মো. মারুফ হোসেন সরদার জানান, বিএনপির কাউন্সিলকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই