কক্সবাজার শহরে মানবপাচারকারী নুরুল হক গ্রেফতার

কক্সবাজারের শহরের বাহারছড়া এলাকা হতে আরো এক শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত ৮টায় গোয়েন্দা শাখার ওসির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তার নাম নুরুল হক (৩৩)। তিনি কক্সবাজারের রামু উপজেলাধিন খুনিয়াপালং এলাকার বাচা মিয়ার ছেলে। ডিবি পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ওই ব্যক্তি মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য।

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি কামরুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টীম শহরের বাহারছড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় গ্রেফতার করা হয় মানবপাচার মামলার পলাতক আসামী নুরুল হককে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত নুরুল হকের হাতে সাগরপথে পাচারের শিকার অসংখ্য ব্যক্তি। নুরুল হক সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে রামু থানায় একটি মানবপাচার মামলা রয়েছে।

এর আগেও কক্সবাজারে মানবপাচারের অভিযোগে বেশ আরো বেশ কয়েকজন মানবপাচারকারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সর্বশেষ বৃহস্পতিবার মানবপাচারকারী চক্রের সদস্য নুরুল হক গ্রেফতার হলো।



মন্তব্য চালু নেই