কক্সবাজারে মাদক দ্রব্য ধ্বংসের সময় বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১১ সদস্য আহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১টার দিকে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক পুঁচনো জানান, বিস্ফোরণে দগ্ধ ১১ জন তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের কয়েকজনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। আহতদের দেখতে বেলা আড়াইটার দিকে হাসপাতালে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে বিভিন্ন সময় এই বাহিনীর হাতে আটক মাদক দ্রব্য ধ্বংস করার কথা ছিল। “ইয়াবা পোড়ানোর জন্য তৈরি করা চুল্লিতে কেরোসিন ঢেলে আগুন ধরানোর সময় হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে,” বলেন তিনি।
মন্তব্য চালু নেই