কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণ বাহিনীর প্রধান নিহত

কক্সবাজারে অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে দু`গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদ নিহত হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের পাহাড়ি এলাকায় সোমবার ভোর ৪টার দিকে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে অপহরণ চক্রের সদস্য রশিদ ও ভেটকার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। স্থানীয়রা গুলি শব্দ শুনে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ বাহিনীর প্রধান আব্দু রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গুলিবিদ্ধ রশিদকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসার সময় তিনি পুলিশকে এ কথায় জানান। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, আব্দু রশিদ গ্রুপ ঈদগাঁও-ইদগড় সড়কে প্রায় লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। আব্দু রশিদের বিরুদ্ধে কক্সবাজার থানাসহ বিভিন্ন থানায় সাতটিরও অধিক অপহরণ মামলা রয়েছে। এ ছাড়া সম্প্রতি ঈদগাঁও-ইদগড় সড়কে আম্বুলেন্স থামিয়ে প্রাক্তন ইউপি সদস্যসহ তিন জনকে অপহরণ ঘটনার প্রধান আসামি।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের বিশেষ চলছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই