কক্সবাজারে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

কক্সবাজারে সূর্যের হাসি ক্লিনিক-এফডিএসআর এর আয়োজনে এবং কক্সবাজার এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস-২০১৬ পালিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সকল প্রস্তুতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গিকার”। উক্ত দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল ফ্রি গর্ভবর্তী চেকআপ, ব্লাড গ্রুুপিং, মায়ের ব্যাংক বিতরন ও আলোচনা সভা।

শনিবার ২৮ মে ২০১৬ সকালে সূর্যের হাসি ক্লিনিক-এফডিএসআর এর সম্মেলন কক্ষে জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিক এর জেলা সমম্বয়কারী ইসা, ডা: তানজিনা শারমিন, সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধি আবদুল হামিদ প্রমুখ।

সভায় বক্তাগন বলেন, আমাদের দেশে গর্ভবর্তী মায়েরা সচেতনতার অভাবে অপুষ্টিহীনতায় অকালে প্রান হারাচ্ছে। হাসপাতাল বা ক্লিনিকমুখী চিকিৎসা সেবা নিতে ভয় বা লজ্জা পাচ্ছে। নিরাপদভাবে সন্তান প্রসব করানো হাসপাতালে বা ক্লিনিকের বিকল্প নেই। পুষ্টিকর খাবার খাওয়া ও নিরাপদ প্রসব করানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

পরে বিনামূল্যে ফ্রি গর্ভবর্তী চেকআপ, ব্লাড গ্রুুপিং, মায়ের ব্যাংক বিতরন করা হয়েছে।

উক্ত দিবসের আলোচনা সভায় গর্ভবর্র্তী মা, সিবিও প্রতিনিধি, কমিউনিটি স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই