কক্সবাজারের টেকনাফে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

জামাল জাহেদ, কক্সবাজার:ককসবাজারের টেকনাফে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি আনুষ্টানিকভাবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।

টেকনাফ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আফছার উদ্দিন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ণে টেকনাফ পৌরসভার এলাকাধীন নাইট্যংপাড়া বাস টার্মিনালের সামান্য উত্তরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পুর্ব পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি ও টেকনাফ উপজেলার সাবেক ইউএনও শাহ মোজাহিদ উদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় ৬ শতক খাস খতিয়ানভুক্ত জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। ৫ তলা বিশিষ্ট ভবনের মধ্যে এখন নির্মিত হবে ২ তলা। এজন্য ৩ কোটি ৮৮ লক্ষ টাকা মোট বরাদ্দে এখন ১ কোটি ৬৪ লক্ষ ৮১ হাজার ৯৮৪ টাকা ছাড় দেয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপরে আরও ৩ তলা ভবন করা হবে।

টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ জানান মুক্তিযোদ্ধাদের কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক সচ্ছলতা আনয়নে দোতলা ভবনের নীচ তলায় দোকানপাটের মার্কেট এবং ২য় তলায় রেস্ট হাউস, অফিস ও আবাসিক ভবন করা হবে। উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে নির্মাণাধীন টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ করছেন চট্রগ্রামের নিউ চাক্তাই মেসার্স ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন নামক ফার্ম। চুক্তি মতে আগামী বছর ২০১৭ সালের ১ মে দোতলা ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই