ককটেল হামলার প্রতিবাদে সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশের পাশে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিটিনের দিকে জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারার পাশে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেদক সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের মিছিলে ককটেল হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলছিল। শ্রামিক, কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা পরিষদ এ সমাবেশ আয়োজন করে।
সমাবেশ ফেনীর সংসদ সদস্য শিরীন আক্তারের বক্তব্য চলাকালে কদম ফোয়ারার পাশে পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। ককটেলের বিকট শব্দে সমাবেশে অংশগ্রহণকারীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে।
কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য মাসুদ বলেন, একটি হোন্ডায় দুই যুবক এসে তিনটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তার মধ্য থেকে দুটি বিস্ফোরিত হয়।
মন্তব্য চালু নেই