কংগ্রেসের পরাজয়ে সজাগ থাকতে হবে : সৈয়দ আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যে কংগ্রেস থেকে ভারতের স্বাধীনতা এসেছে, তারাই আজ নির্বাচনে পরাজিত হয়েছে। কারণ তাদের সঙ্গে জনগণের সম্পর্ক ভালো নয়। তাই আমাদেরও এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আশরাফ বলেন, ‘ভারত গণতন্ত্রিক দেশ। তাই সরকারের পরিবর্তন হলেও তাদের সঙ্গে কোনো সমস্যা হবে না। ন্যায়নীতির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেবো।’
ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে আশরাফ আরো বলেন, ‘তারা গণতন্ত্রের বন্ধু, স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী কিছু দিনের জাপান ও চীন যাবেন। এতে দেশের সঙ্গে অন্যদেশের সম্পর্ক আরো গভীর হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সৈনিকদের এমন কোনো হীন কাজের সঙ্গে জড়িত হওয়া উচিত নয় যা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করে। দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করে দলকে সুসংগঠিত করে গড়ে তুলতে হবে।’
শেখ হাসিনা নিজেকে প্রতিষ্ঠিত করতে নয়, দেশকে একটি সফল রাষ্ট্রের দিকে নিয়ে যাবার জন্যেই দেশে ফিরে এসেছিলেন উল্লেখ করে আশরাফ বলেন, ‘কিন্তু শেখ হাসিনা ফিরে আসার আগেই নিউইয়র্কে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সব হুমকি উপক্ষো করে তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি যেদিন দেশে ফিরে এসেছিলেন সেদিন থেকেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থা কায়েম শুরু হয়েছিল।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, জাহাঙ্গির কবির নানক, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
মন্তব্য চালু নেই