ওয়েজবোর্ডের দাবিতে কাল দেশব্যাপী সাংবাদিকদের বিক্ষোভ

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সংগঠনের পক্ষ থেকে দেশের সর্বত্র আগামীকাল রবিবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। মিছিল শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ঢাকায় বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ মিছিলে অংশ নেবেন। মিছিল শেষে তথ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

অন্যান্য ইউনিয়নের সাংবাদিকগণ মিছিল শেষে বিভাগীয় কমিশনার অথবা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফইউজে এর মহাসচিব ওমর ফারুক এ কর্মসূচি সফল করতে দেশের সব সংবাদপত্র ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, নবম ওয়েজবোর্ডে প্রথমবারের মতো দেশের সংবাদপত্রের সাথে ইলেক্ট্রনিক্স মিডিয়াও যুক্ত হতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই