ওয়ানডের অপ্রকাশিত নতুন র‌্যাঙ্কিং

এখনো আনুষ্ঠানকি কোনো ঘোষণা আসেনি।তার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সুখবরটি। ওয়ানডের নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে পঞ্চম স্থানে।

বছরের একটা পর্যায়ে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। কোনো ম্যাচ না খেলায় পরবর্তীতে অতীত রেকর্ড ধরে রেটিং পয়েন্ট ও পয়েন্ট সংযোজন করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করার ফলে ৪ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

তাতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। শীর্ষ দশে উঠে এসেছে আফগানিস্তান। জিম্বাবুয়ে চলে গেছে ১২তম স্থানে।

চলুন দেখে নেওয়া যাক আইসিসির অপ্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে কে কোন অবস্থানে রয়েছে।

ক্র.নং        দল                 রেটিং
১        অস্ট্রেলিয়া              ১২৮
২         নিউজিল্যান্ড        ১২৭
৩        ভারত                  ১১৫
৪         দক্ষিণ আফ্রিকা     ১১৪
৫        বাংলাদেশ             ১০১
৬         ইংল্যান্ড              ১০০
৭        শ্রীলঙ্কা                 ১০০
৮       ওয়েস্ট ইন্ডিজ         ৮৩
৯        পাকিস্তান               ৭৯
১০      আফগানিস্তান          ৪৯
১১      আয়ারল্যান্ড           ৪৭
১২      জিম্বাবুয়ে               ৪২



মন্তব্য চালু নেই