ওড়নায় আগুন দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজের গায়ে আগুন দিয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসসি) মিলনায়তনের দোতলায় ওড়নায় আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে টিএসসির দোতলায় শৌচাগারের পাশে ওই ছাত্রী নিজের ওড়নায় আগুন লাগিয়ে দেয়। এতে তার শরীরে আগুন ধরে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে আগুন নেভায় এবং দ্রুত হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

দগ্ধ ওই ছাত্রী ফার্সি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। থাকেন সুফিয়া কামাল হলে।

কী কারণে ওই ছাত্রী নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও মেয়েটির এক বন্ধু জানান, তৃতীয় বর্ষের ভর্তি নিয়ে ঝামেলায় ছিলো ওই ছাত্রী। ক্লাসে উপস্থিতির হার খুবই কম ছিলো তার। এ কারণে শিক্ষকরা তাকে ফরম পূরণ করতে দেয়নি। এ নিয়ে সে খুব হতাশায় থাকতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রীর আরেক বন্ধু বলেন, মেয়েটির ছেলে বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়ার কারণে হয়তো গায়ে আগুন দিয়েছে।



মন্তব্য চালু নেই