কালশী হত্যাকাণ্ড

ওরা অসাধারণ ক্রিমিনাল

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যারা কালশীর ঘটনা ঘটিয়েছে তারা অসাধারণ ক্রিমিনাল। এরা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে দেশের সম্পদ লুট করে, জনগণের সম্পত্তি দখল করে।’

বৃহস্পতিবার ডিআরইউতে রিফৌজি অ্যান্ড মাইক্রোগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) আয়োজিত গোলটেবিল মিলনায়তনে ‘কালশী হত্যাকাণ্ড এবং ক্যাম্পে অবস্থানরত উর্দূভাষী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কালশী হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পা ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর’

তিনি আরও বলেন, ‘আমি উর্দূ ভাষীদের বাংলাদেশের নাগরিক মনে করি। তারা আইনের মধ্য দিয়েই বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছে।’

নারায়ণগঞ্জের ঘটনার কথা উল্লেখ করে মান্না বলেন, ‘র‌্যাবকে দিয়ে এতো বড় ঘটনা এর আগে কখনো ঘটেনি। নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের থেকেও অমানবিক হত্যাকাণ্ড হয়েছে কালশীতে।’

এদেশে দুধের শিশু বাঁচতে পারে না অভিযোগ করে মান্না বলেন, ‘সত্য চাপা থাকবে না, অবিচার চিরদিন চলতে পারে না, এর বিরুদ্ধে জনগণ বিদ্রোহ করবেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এদেশে সকল হত্যাকারীর বিচার হবে। অথচ তার আমলে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করে না। বরং সংসদে দাঁড়িয়ে তিনি হত্যাকারীদের পক্ষে কথা বলেন।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এ নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে কেন ইলিয়াস মোল্লা জমি দখল করতে চায়? কারণ তিনি জানেন তার কিছুই হবে না। ইলিয়াস মোল্লা ও শামীম ওসমানরা সরকারের প্রশ্রয়ে এসব করছে।’

ড. শাহদিন মালিক বলেন, ‘যে সংসদের সদস্যরা নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে সংসদ বেশিদিন টিকে থাকতে পারে না।’

আয়োজক সংগঠনের সমন্বয়ক সি আর আরবার বলেন, ‘কালশী হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার, একটি স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে ক্ষতিপূরণ, সংখ্যালঘু উর্দূভাষীদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সরকারের নিকট দাবি জানান।’

বক্তারা কালশী ঘটনা নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর ৩০০ ধারায় বিবৃতি দাবি করেন।

ড. শাহদিন মালিকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন- পুলিশের গুলিতে নিহত আজাদের স্ত্রী সুলতানা, সাইদ আলী বাবলু, পাপ্পু, আহসান প্রমুখ।



মন্তব্য চালু নেই