ওমরাহ পালনকারীদের জন্যই ওমরাহ ভিসা বন্ধ
ওমরাহ করতে সৌদি আরবে গিয়ে দেশে ফিরে না আসায় বাংলাদেশের অনুকূলে ওমরাহ ভিসা প্রসেসিং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। এ প্রক্রিয়া কেবলমাত্র বাংলাদেশ নয়; বরং সকল দেশের ওমরাহ পালনকারীদের জন্য প্রযোজ্য বলে জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সোমবার মুহিবুর রহমান মানিকের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওমরাহ ভিসাধারীদের প্রত্যাবর্তনের পরিমাণ যদি গ্রহণযোগ্য মাত্রায় নেমে আসে তবে স্বয়ংক্রিয়ভাবেই আবার ওমরাহ ভিসা প্রসেসিং শুরু হবে। অতএব ওমরাহ ভিসা নিয়ে যে সকল বাংলাদেশী সৌদি আরবে থেকে গেছেন তাদেরকে ফেরত আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি সৌদি আরব আহ্বান জানিয়েছে।’
তিনি বলেন, ‘সৌদি সরকার বেশ কিছু বাংলাদেশী এজেন্সির তালিকা সরবরাহ করেছে, যাদের মাধ্যমে এবছর বাংলাদেশীরা ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ফেরত আসেনি। এ সকল এজেন্সির তালিকা ইতোমধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার ২৫ জুন এক কূটনৈতিক পত্রের মাধ্যমে জানায় যে, বাংলাদেশীদের জন্য ওমরাহ ভিসা প্রদানে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।’
মন্তব্য চালু নেই