ওমরা পালনকারীদের শুক্রবারের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ
পবিত্র ওমরা পালন করতে যাওয়া হাজীদের শুক্রবারের মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়।
সৌদি হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হাতেম বিন হাসান আল ক্কাদি শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ নির্দেশ জারি করেন।
তিনি বলেন, ‘এ মৌসুমে ৫৩ লাখ ৮৪ হাজার ৯৪৩ জন হাজী পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব আসেন। এর মধ্যে প্রায় ৯০ ভাগ নিজ দেশে ফিরে গেছেন। বাকি যারা আছেন তাদের শুক্রবারের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে।’
এ বছরের হজ আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার থেকে শুরু হবে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই