ওই যে পার্কে পাশাপাশি বসা শ্যামলা মেয়েটা….

ওই যে পার্কে পাশাপাশি বসা শ্যামলা মেয়েটা আর পাশে মাথা নিচু করে বসা ছেলেটাকে দেখতে পাচ্ছেন? ওদের একটা গোপন কথা বলি। ছেলেটা সারাবছর মেয়েটাকে কিছুই দিতে পারেনি। আজ সে সারাবছরের প্রাইভেট পড়িয়ে জমানো টাকা দিয়ে মেয়েটার জন্য একটা নাকফুল কিনে এনেছে। ওটা তার পকেটে।

আর মেয়েটা? মেয়েটা সারাবছর ধরে বাইরে বেরুনোর জন্যে বাবার কাছ থেকে যা টাকা পায় ,তার কিছু কিছু জমিয়ে ছেলেটার জন্যে একটা শার্ট কিনে এনেছে। ওটা তার ভ্যানিটি ব্যাগে।

দুজনেই ভাবছে একে অপরকে সারপ্রাইজ দিবে আজ। একটু পর হয়তো ছেলেটা মেয়েটাকে চোখ বন্ধ করতে বলবে। তারপর , নাকফুল টা পকেট থেকে বের করে মেয়েটার সামনে ধরে বলবে,

– বাবু , চোখ খুলে দেখো তো! kiki emoticon

মেয়েটা চোখ খুলে নাকফুলটা দেখে আস্তে করে চেঁচিয়ে উঠবে আনন্দে। হয়তো, কিছু আনন্দাশ্রু গড়িয়ে পড়বে চোখ বেয়ে। হয়তো তখন , কান্নাভেজা চোখে বলবে,

– এ্যাই , তুমি এইটা আনসো কেন? টাকা পাইসো কোথায়?

হয়তো তখন , ছেলেটা দুহাত দিয়ে মেয়েটার চোখের জল মুছে দিয়ে হাসি হাসি মুখ নিয়ে একটু মিথ্যে বলবে ,

– আমার পাগলীটাকে আমি কিচ্ছু দিতে পারিনি কোনদিন। এবার , তানিম পরীক্ষায় ফার্স্ট হওয়াতে আন্টি আমাকে ডাবল বেতন দিয়েছেন। ওটা দিয়েই কিনে এনেছি এটা।

মেয়েটা তখন কাঁদো কাঁদো চোখে ছেলেটার কাঁধে মাথা রেখে চোখ বুজে বসে থাকবে। যেন পৃথিবীর সব নির্ভরতার আশ্রয় সেখানে।

এইযে দুজনের কথা বললাম। এদের খুব একটা সামর্থ্য নেই একে অপরকে দামি কোন রেস্টুরেন্টে খাওয়ানোর্ বা জাঁকজমকপূর্ন কোন শপিং মল থেকে দামি কিছু কিনে দেয়ার্। কিন্তু জানেন?

এদের মতো সুখী আর কেউ নেই। ভালোবাসার মানুষটির কাছ থেকে এরা বড় কিছু আশা করে না। শুধু আশা করে একটু ভালোবাসা আর একটু প্রাণ খুলে কথা বলার নিশ্চয়তা। ওরা আশা করে, মানুষটি তাকে একটু ভালোবাসবে , একটু যত্ন নিবে , অসুস্থ হলে তার জন্য চিন্তা করবে , মানুষটি তাকে নিয়ে চিন্তা করছে এটা ভেবেই সে সুস্থ হয়ে যাবে।

আর , ছোট ছোট কোন প্রাপ্তিই এদেরকে দুজনকে কাঁদায় আবার হাসায় , যে আবেগগুলো আসে হৃদয়ের একদম গহীন থেকে। বিশ্বাস করুন্ , একটুখানি কৃত্তিমতা নেই সেই হাসিতে।

তারা দুজন তাদের মতো করেই ভালো আছে।

আসলে কি , ভালোবাসতে হলে অনেক কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন , একটু বিশ্বাস , আর প্রাপ্তির আনন্দ। ভালোবাসা ছড়িয়ে আছে সবখানে , শুধু প্রয়োজন , সুন্দর এবং পবিত্র মনে পাশের মানুষটিকে ভালোবাসা। আপনি ভালো অনুভব করবেন।



মন্তব্য চালু নেই