ঐশ্বরিয়ার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন অভিষেক!

গত এক সপ্তাহ ধরে ঐশ্বরিয়া রায় বচ্চন প্রেগন্যান্ট বলে ভারতের বিভিন্ন মিডিয়া দাবি করে আসছেন। কিন্তু ঐশ্বরিয়া বা তার পরিবারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

কান চলচ্চিত্র উৎসব এর লাল গালিচা থেকে ঐশ্বরিয়ার মা হবার খবর ডানা মেলে উড়তে থাকে। এই সপ্তাহে ঐশ্বরিয়ার সিনেমা ‘সরাবজিৎ’ মুক্তি পেলেও এখন পর্যন্ত ফ্লপের ক্যাটাগরিতে রয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে তাহলে কি ঐশ্বরিয়ার ক্যারিয়ার শেষ? ক্যারিয়ার নিয়ে না হয় পরে জানা যাবে, তবে আপাতত তার মাতৃত্বের খবর জানালেন অভিষেক বচ্চন।

খুব শীঘ্রই তার অভিনীত ‘হাউজফুল ৩’ সিনেমা মুক্তি পেটে চলেছে। সেই ছবির প্রচারণার এক কাজে মিডিয়ায় ইন্টার্ভিউ দিচ্ছিলেন অভিষেক।

অনেক প্রশ্নের মাঝে তার নিকট একটি প্রশ্ন করা হয় যে, ঐশ্বরিয়া কি মা হতে চলেছেন? প্রশ্ন শুনে তিনি হতবাক হয়ে যান। তারপর তিনি জানান, ‘আচ্ছা আমি ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে আপনাদের জানাব। কারণ ও আমার আগে মনে হয় মিডিয়ায় জানিয়ে দিয়েছে’।



মন্তব্য চালু নেই