ঐশীসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য ৫ জুন
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমান (১৯) সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মহানগর দায়রা জজ আদালত।
আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক ওই অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত ঐশী রহমানসহ ৩ আসামিই হত্যার অভিযোগ অস্বীকার করায় আগামী ৫ জুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এছাড়া সকল আসামির জামিনের আবেদনও আদালত নাকচ করেন।
অপর ২ আসামি হলেন- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি (২৭) ও মিজানুর রহমান রনি (২৫)। অন্যদিকে একই ঘটনায় মামলার আসামি মাহফুজুর রহমান দম্পতির গৃহকর্মী সুমি নাবালিকা হওয়ায় জুবেনাইল কোর্টে তার বিচার শুরুর জন্য ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার মামলাটি বদলি করেছেন। আগামী ২৫ মে ওই আদালতে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযোগ গঠনের শুনানি উপলক্ষে মঙ্গলবার সকালে ঐশী, জানি, রণিকে কারাগার থেকে ও সুমিকে কিশোর সংশোধনী কেন্দ্র থেকে আদালতে হাজির করা হয়।
মন্তব্য চালু নেই