ঐশীর মৃত্যুদণ্ডের রায়ে বিস্মিত চাচা

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যার ঘটনায় তাদের একমাত্র কন্যা ঐশী রহমানের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

এই রায়ের খবর শুনে ঐশীর দাদী মোকছেদা খাতুন (৭০) বার বার মুর্ছা যাচ্ছেন। ঐশীর গ্রামের বাড়ি হালুয়াঘাটের মরাগাংকান্দায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি।

মোবাইল ফোনে ঐশীর একমাত্র চাচা মশিহুর রহমান বিষয়টি জানান। মশিহুর রহমান এ রায়ে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, ঐশী অপ্রাপ্ত বয়স্কা, এবং হত্যাকা-র সঙ্গে জড়িত নয়। ঐশীর বেকসুর খালাস দাবি করে তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।



মন্তব্য চালু নেই