ঐতিহ্যবাহী কাত্যায়নি পূজাদর্শনে মাগুরায় সংস্কৃতি মন্ত্রী
মাগুরা প্রতিনিধিঃ শত বছরের ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজা দেখতে বুধবার রাতে মাগুরায় আসেন সংস্কৃতি মন্ত্রি ও প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ সময় তিনি শহরতলীর পূজা মন্ডপ পরিদর্শণ করেন।
লাখ দর্শকের উপস্থিতিতে মাগুরায় চলছে শ্রী শ্রী কাত্যায়নী পূজা। বৃহস্পতিবার রাতে দশমীর মধ্য দিয়ে শেষ হবে ঐতিহ্যবাহি এ পূজা। মনমুগ্ধকর আলোকসজ্জা, ডিসপ্লে ও দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে দর্শকের সমাগম ঘটে। মাগুরায় এ বছর ৮৪ টি মন্ডপে কাত্যায়নী পূজার আয়োজন করা হয়েছে। প্রতিবছর দূর্গাপূজার ঠিক একমাস পর একই তিথিতে বিশাল আয়োজনে মাগুরায় ৫দিন ব্যাপি কাত্যায়নি পূজা অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শণ শেষে সংস্কৃতিক মন্ত্রী আছাদুজ্জামান নূর এমপি বলেন, মাগুরায় অনুষ্ঠিত এ পূজার উৎসবে সকল জাতি ধর্মের উপস্থিতিই প্রমান করে সকল অসুভ শক্তি পরজিত হবে। শুভ শক্তি জিয়ী হবে। কারণ বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। মাগুরা এ পূজার আয়োজনকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক অনন্য উদাহরণ হিসেবেও উল্লেখ করেন মন্ত্রী।
মন্তব্য চালু নেই