মাগুরা পৌরসভার উদ্যোগে নাগরিক মত বিনিময় সভা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার ভবিষ্যত প্রজন্মকে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্যে অনুরাগী করে গড়ে তুলতে করনীয় নির্ধারণে মাগুরা পৌরসভার উদ্যোগে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নাগরিক মতবিনিময় সভা। পৌরসভা প্রাঙ্গনে মাগুরা পৌর কর্তৃপক্ষ এ সভার আয়োজন করেন।

পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু ও মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এড. সাইফুজ্জামান শিখর।

সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন খানসহ পৌরসভার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে পৌরসভার উন্নয়নে বিভিন্ন সুপরিশ তুলে ধরেন।

এ সময় তারা পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর দুষণ রোধ, নবগঙ্গা কেন্দ্রীক বিনোদন পার্ক নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, স্কুলের শিক্ষার পরিবেশ নিশ্চিত করে ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ানো বন্ধ করা, সাংস্কৃতিক বলয় তৈরী করে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।



মন্তব্য চালু নেই