সংসদ নির্বাচনের পরিকল্পনা চলতি মাসেই চূড়ান্ত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চলতি মাসে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, কমিশন একটি পরিকল্পনা করছে। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে কোন দিন কী কাজ করলে ভালো হবে সেটা চূড়ান্ত করা হবে। ইসির এ পরিকল্পনা অনুসারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, মার্চে তৈরি জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আগামী দুই বছর ধরে চলবে।

তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি। নির্বাচিত সংসদের মেয়াদ গণনা হয় সংসদ সদস্যরা শপথ নেয়ার দিন থেকে পরবর্তী পাঁচ বছর। বর্তমান সংসদের মেয়াদ পূর্ণ হবে ২০১৯ সালের ১৩ জানুয়ারি। সেক্ষেত্রে ২০১৯ সালের ১৩ জানুয়ারির আগের ১৮০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি ইসির কর্মপরিকল্পনায় থাকবে কি না জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল, মিডিয়া সবার সঙ্গেই সংলাপের প্রস্তাবনা থাকবে। সবার সঙ্গেই সংলাপ করার দরকার আছে।



মন্তব্য চালু নেই