এ মাসেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু
দীর্ঘ অনিশ্চয়তা শেষে এ মাসের শেষের দিকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে ঢাক-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হবে।
রোববার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় পদ্মাসেদতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সেতুর মূল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতির ৩টি চালান ইতিমধ্যে মাওয়ায় এসে পৌঁছেছে। আরো একটি চালান পথে রয়েছে।’
ঈদের ছুটিতে মানুষের বাড়ি যাওয়া এবং ফিরে আসার বিষয়ে মন্ত্রী বলেন, ‘এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-মাওয়া ও ঢাকা-সিলেটসহ প্রাধান মহাসড়কগুলো ছিল যানজটমুক্ত। তবে ধীরগতির পরিবহনের দুর্ঘটনা ও রাস্তায় পশুবাহী গাড়ি বিকল হওয়ার ফলে ঈদের আগের শুক্রবার অর্থৎ ৩ অক্টোবর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তিনঘণ্টা যানচলাচলে ধীরগতি দেখা দেয়।’
এমন পরিস্থিতির কারণ হিসেবে সেদিন একসঙ্গে গার্মেন্টসগুলো ছুটি হওয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসকড়কে দু’টি দুর্ঘটনা এবং একই মহাসড়কে ১০টি গরুবাহী গাড়ি বিকল হওয়াকেই দায়ী করেন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, ‘গত রোজার ঈদে সড়ক দুর্ঘটনায় ৯৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটলেও এই ঈদে এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।’
তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আগাম সজাগ থাকা, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন এবং স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিভাগীয় কমিশনার, হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবারের ঈদে ঘরমুখি মানুষের জন্য মহাসড়কগুলো দুর্ভোগের করাণ হয়নি।’
মন্তব্য চালু নেই