এ বছর কোন সেলিব্রিটির ছবির নাম সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে?

সারা বছর কোন সেলিব্রিটির ছবির নাম সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করেছে গুগ্‌ল ইন্ডিয়া। সেই ট্রেন্ড লিস্টে সবচেয়ে আগে রয়েছে সলমন খানের নাম। ভারতীয় জনতা ‘সুলতান’ লিখে সবচেয়ে বেশিবার সার্চ দিয়েছে। সলমনের ঠিক পরেই রজনীকান্ত। তাঁর ছবি ‘কবালি’ নিয়েও জনতার উৎসাহের কমতি ছিল না।

রজনীকান্তের ছবি ‘২.০’র প্রচারে গিয়েছিলেন সালমান। থালাইভাকে তিনি যথেষ্ট সম্মানও করেন। কিন্তু প্রতিযোগিতায় বর্ষীয়ান অভিনেতাকে পিছনে ফেলে দিলেন। এমনকী, রজনীর ‘কবালি’র চেয়ে ‘সুলতান’এর বক্স অফিস কালেকশনও বেশি।

তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ‘উড়তা পঞ্জাব’ এবং ‘এয়ারলিফ্‌ট’। সেন্সরের বিতর্কের কারণে শিরোনামে উঠে এসেছিল ‘উড়তা পঞ্জাব’। গোটা একমাস ধরে ছবির মুক্তি ঘিরে বিতর্ক চলেছে। তখন যথেচ্ছ সার্চ চালিয়েছেন উৎসাহী জনতা। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ‘এয়ারলিফ্‌ট’কে নিয়েও আগ্রহ কম ছিল না। দেখা যাচ্ছে, যে সব ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে জনতা সেগুলোই বেশি সার্চ করেছেন। তাই তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’এর নামও। -এবেলা।



মন্তব্য চালু নেই