এ জার্নি বাই মোটরসাইকেল

মোটর সাইকেল সারা পৃথিবীতে জনপ্রিয় বাহন। এই বাহনটি শুধুমাত্র মানুষের চলাচলের জন্যই নয়। নানান কাজে ব্যবহার করা হয় এটি। তবে পৃথিবীতে অনেক এলাকায় উদ্ভট কিছু মোটর সাইকেল চালক ও আরোহী খুঁজে পাওয়া যায়। যাদের কাণ্ডকারখানায় অন্যরা ভ্রুকুচকে তাকায়। অন্যদের হাসির খোড়াক যোগান এরা। আসুন দেখে নেই বিচিত্র কিছু মোটর সাইকেল এবং সেটির চালক ও আরোহীদের।

bike

কে কে চড়বে?

bike1

ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে…

bike2

আমার টাট্টু ঘোড়া

bike3

ডিম লাগবে ডিম

bike4

পড়েছি মাইনকা চিপায়

bike5

চোখে দেখি ঝাঁপসা ঝাঁপসা

bike6

আহ কি শান্তি!

bike7

 

গোল্লায় নিয়ে যাচ্ছে আমার…

bike8

এ খাঁচা ভাঙ্গবো আমি কেমন করে?

bike9

 

তোমার চরণে দিও ঠাঁই



মন্তব্য চালু নেই