এ কি কাণ্ড, ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন খুনি!

স্থানীয় সাংবাদিক রাজদেও রাজনকে খুনের অভিযোগ রয়েছে মহম্মদ কাইফের বিরুদ্ধে।
সাবেক আরজেডি নেতা এবং ডন মহম্মদ শাহ্‌বুদ্দিন বিহারের জেল থেকে গত মাসে মুক্তি পেয়েছেন।

সমর্থকরা ছাড়াও তার মুক্তিযাত্রায় পা মিলিয়েছিলেন অনেক মানুষ। তাদের মধ্যে ছিলেন সিওয়ানের খুনি মহম্মদ কাইফও। স্থানীয় সাংবাদিক রাজদেও রাজনকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওই পদযাত্রায় বিহারের স্বাস্থ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদবকেও দেখা গেছে কাইফের সঙ্গে। তাদের ছবি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। তবে এবার তৈরি হলো আরো অস্বস্তিকর পরিস্থিতি।

টুইটারে এক ব্যক্তি ভুলবশত ক্রিকেটার মহম্মদ কাইফের সঙ্গে গুলিয়ে ফেলেন খুনি মহম্মদ কাইফকে। ক্রিকেটার কাইফকে উল্লেখ করে তিনি লেখেন,‘মহম্মদ কাইফের থেকে এটা আশা করা যায় না কোনোভাবেই’।

তবে মহম্মদ কাইফ বুঝতে পারেন ভুলটা তার কোথায় ঘটেছে। পরিস্থিতি সামাল দেন অত্যন্ত স্বাভাবিকভাবেই।

পাল্টা টুইট করে ওই ব্যক্তির উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমি সেই শ্যুটার নই, যা তুমি ভাবছো। আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত। একবার যাচাই করে নেওয়া উচিত ছিল’।



মন্তব্য চালু নেই