এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে মহসিন আলীকে

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা করবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, মহসিন আলীকে নিয়ে যাওয়ার জন্য শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছে।
তিনি জানান, নিউমোনিয়া, ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। অবস্থার কিছুটা উন্নতি হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
মন্ত্রীর সঙ্গে স্ত্রী ও ছোট মেয়ে থাকবেন বলেও জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম।
পরিবারের সদস্যরা মন্ত্রী সৈয়দ মহসিন আলীর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

































মন্তব্য চালু নেই