এসিডে যুবকের মুখ পোড়াল প্রত্যাখ্যাত তরুণী !

আক্ষরিক অর্থেই ‘উলটপুরান’! প্রেমে প্রত্যাখ্যান। যুবতীর মুখে এসিড ছুড়ল যুবক। এহেন শিরোনাম প্রায়ই দেখা যায়। কিন্তু বিয়েতে প্রত্যাখ্যাত হয়ে যুবকের মুখে এসিড ছুড়ল যুবতী! হ্যাঁ, বিরল ঘটনাটি ঘটেছে ভারতের বালিয়া জেলার রাসরা এলাকায়। এসিডে পুড়ে গিয়েছে যুবকের মুখের অনেকটা অংশ। অবস্থা আশঙ্কাজনক।

রাসরা পুলিশ সূত্রের খবর, স্থানীয় গ্রামের বাসিন্দা রাজকুমার পাল নামে ওই যুবককে বিয়ে করতে চেয়েছিল প্রতিবেশী তরুণী। কিন্তু ওই তরুণীকে বিয়ে করতে রাজি হননি রাজকুমার। দীর্ঘ দিন ধরেই রাজ কুমারকে নানা হুমকি দেওয়া শুরু করেছিল তরুণী। শুক্রবার রাতে হঠাৎ রাজকুমারের বাড়িতে যায় সে। রাজকুমার তখন ঘুমোচ্ছিলেন।

আকস্মিক ভাবে এক বোতল এসিড রাজকুমারের মুখে ছুড়ে দিয়ে পালিয়ে যায় ওই তরুণী। ঘটনার পরই রাসরা থানায় এফআইআর দায়ের করেন রাজকুমারের মা কান্তা দেবী। আশঙ্কাজনক অবস্থায় রাজকুমারকে বারাণসীর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।– ওয়েবসাইট।



মন্তব্য চালু নেই