এসএসসি পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসএসসি পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কন্ট্রোল রুমের ৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া কন্ট্রোল রুমের ইমেইলেও ([email protected]) যোগাযোগ করা যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মু. সাইফুল্লাহ জানান, কন্ট্রোল রুমে ফোন করে যে কেউ যেকোনো ধরনের তথ্য জানতে পারবেন। যেকোনো ধরনের অভিযোগ সম্পর্কেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে। কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কন্ট্রোলরুমের তত্ত্বাবধানে থাকবেন। এসএসসি ও সমমান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এটি চালু থাকবে।
মন্তব্য চালু নেই