এসএসসির ফল : অন্ধ হয়েও আলো ছড়ালো ওরা

রাজশাহী: চোখের আলো না থাকলেও প্রতিভার আলোয় তারা চমকে দিয়েছে সবাইকে। অভাব কিংবা শারিরীক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাদের। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডের দৃষ্টি প্রতিবন্ধী ১৪ শিক্ষার্থী ছড়িয়ে দিয়েছে সাফল্যের আলো।

বুধবার দুপুর দেড়টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আলো ছড়ানো সেই শিক্ষার্থীরা হচ্ছে- পাবনা ভাঙ্গুড়ার হাবিসুল ইসলাম, বগুড়ার নাইমা আক্তার, সলঙ্গার জান্নাতুল ফেরদৌস, রাজশাহীর পুঠিয়ার মনিরুজ্জামান, পোরশার অমৃত চন্দ্র বর্মন, সিরাজগঞ্জের মাসুদ করিম, জয়পুরহাটের বিলকিস খাতুন, একই জেলার লিপসি খাতুন, পাবনার মনিরুল ইসলাম, একই জেলার গোলাপ মল্লিক, ইখতিয়ার মৃধা, আব্দুল্লাহ আল আমিন, মোহাম্মদ আলী এবং হুমায়ন কবির।

এ বছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এক লাখ ৫২ হাজার ৫৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং এক লাখ ৪৫ হাজার ৫১৮ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। (ছবি : প্রতীকী)



মন্তব্য চালু নেই