এসআই মাসুদের কঠোর শাস্তির দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টাকারী পুলিশ কর্মকর্তা মাসুদ শিকদারের কঠোর শাস্তির দাবি জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
মঙ্গলবার সমিতির সভাপতি ওমর ফারুক সোহান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাউসার মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
প্রসঙ্গত, গত শনিবার রাত ১১টার দিকে রাব্বী মোহাম্মদপুর খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে। রাব্বী অস্বীকার করলে এসআই মাসুদসহ পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন।একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয় । টাকা না দেওয়ায় তাকে বেধড়ক পেটায় পুলিশ।’
মন্তব্য চালু নেই