এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে

আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে এর নির্মাণ কাজ শুরু হবে। যা নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা।

আজ সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশি অশুভ শক্তি ষড়যন্ত্র করলেও প্রধানমন্ত্রী এসবের তোয়াক্কা করেন না। বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী তিনি নন।যার প্রমাণ তিনি অতীতেও বহুবার দিয়েছেন।



মন্তব্য চালু নেই