এমপি লিটনের রিমান্ড চাইবে পুলিশ

গাইবান্ধা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্যর গুলিতে শিশু সৌরভ গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদনও করা হতে পারে। কত দিনের রিমান্ড চাওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি বুঝে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সাংসদ মনজুরুলকে আজ যেকোনো সময় গাইবান্ধা বিচারিক হাকিম আদালতে হাজির করা হবে।

গতকাল রাতে রাজধানীর উত্তরার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার হন এমপি লিটন। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে কিছুক্ষণ রাখার পর রাতেই তাকে নিয়ে গাইবান্ধার উদ্দেশে রওনা হয় পুলিশ।

আজ সকালে তাকে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের অফিসে আনা হয়। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

২ অক্টোবর সাংসদ মনজুরুলের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ গোপাল চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত হোসেন সৌরভ আহত হয়। দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



মন্তব্য চালু নেই