এমপি লিটনের বিরুদ্ধে মামলা, পিস্তল ও গুলি জমা
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা নং ২। শনিবার রাত ৯টার দিকে এমপির ছোড়া পিস্তুলের গুলিতে আহত শিশু সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি করেন।
এর আগে আজ রাত সাড়ে ৭টার দিকে এমপির শ্যালক তারেকুল ইসলাম লাইসেন্স করা পিস্তল ও শটগান সুন্দরগঞ্জ থানায় জমা দেন। এছাড়া তিন রাউন্ড পিস্তলের ও ৫০ রাউন্ড শটগানের গুলিও জমা দেয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিন্নাত আলী মামলা করা এবং অস্ত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঞ্জুরুল ইসলাম লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
শুক্রবার ভোরে উপজেলা শহরের ব্র্যাক মোড়ের গোপালচরণ এলাকায় কালাইয়ের ব্রিজের কাছে সাংসদ লিটনের ছোড়া গুলিতে সৌরভ (৮) নামে এক শিশু দুইপায়ে গুলিবিদ্ধ হয়।
বিষয়টি নিয়ে বেশব্যাপী আলোচনার ঝড় উঠলে আজ দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
তার এ ঘোষণার পর আজ সন্ধ্যায় এমপির ব্যবহার করা পিস্তল ও শটগান জমা দেয়া হলো।
মন্তব্য চালু নেই