এমপিওভূক্ত শিক্ষকদের আনন্দ মিছিল

অষ্টম জাতীয় স্কেলে মূল বেতনের সরকারি অংশের ৮ মাসের বকেয়া বেতন প্রাপ্তিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে এমপিওভূক্ত শিক্ষক কর্মচারী।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এ আনন্দ মিছিলের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি।

শিক্ষকরা এ সময় শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক পরবর্তী স্কুল ও কলেজ শিক্ষা জাতীয়করণ যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মিছিলে স্লোগান দেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ পেশাগত ঐক্য সুরক্ষা ও শিক্ষাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখার সপক্ষে বক্তব্য রাখেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মহসীন রেজা, অতিরিক্ত মহাসচিব খান মোশারেফ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই