এবার ১০ গোল সাবিনার

প্রথম নারী ফুটবলার হিসাবে বিদেশের মাটিতে রীতিমতো ঝড়ই তুলছেন বাংলাদেশের সাবিনা খাতুন। পায়ে-বলের জাদুতে মালদ্বীপে প্রতি ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা ফুটবল টুর্নামেন্ট আলোচিত প্রমীলা ফুটলারের নাম এখন সাবিনা খাতুন।

রবিবার রাতে মালদ্বীপ পুলিশ দল নিজেদের তৃতীয় ম্যাচে ১৩-০ গোলে হারিয়েছে এ.আর.ডি.সি ক্লাবকে। পুলিশ দলের হয়ে সাবিনা একাই করেছেন ১০ গোল।

বাংলাদেশের এ স্ট্রাইকার প্রথমার্ধে করেন সাত গোল। দ্বিতীয়ার্ধের করেন তিন গোল। সাবিনা প্রথম ম্যাচে এম.ই.ই ক্লাবের বিপক্ষে করেছিলেন ৪ গোল। তার দল জিতেছিল ৭-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ পুলিশ ২৫-০ গোলে হারিয়েছিল পি.জি অফিস দলকে। ওই ম্যাচে সাবিনা করেছিলেন ১৬ গোল।

তিন ম্যাচে সাবিনার গোল মোট গোল ৩০টি। গড়ে প্রতি ম্যাচে ১০ গোল, সত্যিই অবিশ্বাস্য।



মন্তব্য চালু নেই