এবার হজে যেতে পারবেন এক লাখ ১৭৫৮

এবার হজে যেতে পারবেন এক লাখ এক হাজার ৭৫৮ জন নাগরিক।আর সরকারি ব্যবস্থাপনার যাওয়া যাবে ১০ হাজার। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদিত সংশোধিত হজ প্যাকেজে একথা বলা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় সভাপতিত্ত্ব করেন।মন্ত্রিসভার সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

গতবারের চেয়ে এবার হজযাত্রী সংখ্যা ১০ হাজার ১১০ জন কমবে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এর আগে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার হ্জ যাত্রী যেতে পারতো।এবার তা বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে।



মন্তব্য চালু নেই