এবার স্যালুট দিলেন বার্নিকাট

সাকিব, স্টোকসের পর এবার স্যালুট দিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা ব্লু বার্নিকাট।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে সম্মানসূচক স্যালুট দেন তিনি।

সোমবার ইউএস অ্যাম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে স্যালুট দেয়া একটি ছবি পোস্ট করেন তিনি।

ছবি সম্বলিত ওই পোস্টে বলা হয়, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ম্যাচে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন।’

উল্লেখ্য, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে বোল্ড আউট করে অভিনব এক স্যালুট জানান অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এসময় উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়ামের দর্শক। পরবর্তীতে বল করার সময় দর্শকরাও সাকিবকে স্যালুট করে।

এরপরে স্টোকসও স্যালুট করেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ রকম ঘটনা এই প্রথম।

উল্লেখ্য, রোববার ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মিরাজ ৬টি ও সাকিব ৪টি উইকেট ভাগাভাগি করে নেন।



মন্তব্য চালু নেই