এবার শৌচালয় ব্যবহার করলেই মাসে উপার্জন ২৫০০ টাকা

প্রতি মাসে ২৫০০ টাকা উপার্জন বাঁধা৷ তবে তার জন্য করতে হবে মাত্র একটি কাজ৷ তা হল নিয়মিত শৌচালয় ব্যবহার৷ সম্প্রতি এমনই নির্দেশিকা জারি হল বারমেরে৷ প্রকাশ্যে শৌচ বন্ধ করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে৷ নানাভাবে ছড়ানো হয়েছে সচেতনতা৷ তবে সবাইকে ছাপিয়ে গেল বারমের৷

জেলাশাসকের তরফে সেখানে ঘোষণা করা হয়েছে নয়া প্রকল্পের কথা৷ যে পরিবারের সদস্যরা নিয়মিত শৌচালয় ব্যবহার করবেন, সেই পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সারা দেশে এই প্রকল্প নজিরবিহীন৷ প্রকল্পের কথা নিশ্চিত করেছেন জেলাশাসক সুধীর শর্মা।

তিনি জানিয়েছেন, গ্রামের মানুষ যাতে প্রকাশ্যে শৌচ বন্ধ করেন তার জন্যই এই পদক্ষেপ৷ দুটি গ্রাম পঞ্চায়েতের জন্য এই ঘোষণা করা হয়েছে৷ ইতিমধ্যে আটটি পরিবারকে টাকাও দেওয়া হয়েছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে গাঁটছড়া বেঁধেই এ কাজ করা হচ্ছে৷ শৌচালয় নির্মাণ করে দেওয়ার পাশাপাশি, তা নিয়মিত ব্যবহার করা হচ্ছে কি না, তাও নজরে রাখা হচ্ছে।

স্বচ্ছ ভারত অভিযানে প্রকাশ্যে শৌচ বন্ধ করার ডাক দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷ ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে একাধিকবার তিনি এ আহ্বান জানিয়েছেন৷ তাঁর নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় চলছে নানা সচেতনতা প্রচার৷ তবে বারমেরের জেলাশাসকের এ পদক্ষেপ যে দেশে নজির গড়ল তা বলাই বাহুল্য।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই