এবার লংকান মুরালির কাছে শিখবেন মিরাজ

মুত্তিয়া মুরালিধরন, এক যুগের বেশী সময় ধরে শ্রীলঙ্কার বোলিং আক্রমনের নেতা হিসেবে দায়িত্ব পালন করা এই স্পিন কিংবদন্তীকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন নেই।

নামের পাশে আটশ টেস্ট উইকেট ও আকাশ ছোঁয়া অভিজ্ঞতা সম্পন্ন মুরলির দেশে এখন অবস্থান করছে বাংলাদেশের তরুন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

অফ স্পিনটা ঠিকঠাক করতে পারা মিরাজের দৃষ্টিও বহুদূর। অল্পতে তৃপ্ত হতে চান না মাত্র ২০ ছুঁই ছুঁই এই তরুন বাংলাদেশি। কিছুদিন ভারত সফরে গিয়ে নিজ আগ্রহে তীক্ষ্ণ কানে শুনে এসেছেন বর্তমান বিশ্বের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের উপদেশ।

এবার নাকি মুরলির কাছেও স্পিন নিয়ে কথা বলতে যাবেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ বলেন, ‘এবার আমি মুরালিধরনের সাথে দেখা করতে চাই।

অনেক অভিজ্ঞ তিনি। তার সাথে কথা বললে, তিনি তার অভিজ্ঞতার কথা আমাকে বললে, আমি অনেক কিছু শিখতে পারব। সেগুলো আমার কাজে দিবে।



মন্তব্য চালু নেই