এবার রেকর্ড ভাঙলো বঙ্গবন্ধু সেতু

২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। নতুন এ রেকর্ডে সেতুটিতে টোল আদায় হয়েছে ৪৮ ঘণ্টায় ৪ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরুবোঝাই ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের সাড়ে ২৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, সেতুটি নির্মিত হওয়ার পর এই প্রথম ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২৪ হাজার ৩০০। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরুবোঝাই ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন ধরনের সাড়ে ২৫ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। ফলে ৪৮ ঘণ্টায় ৪ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকার টোল আদায়।

উল্লেখ্য, প্রথমে যমুনা বহুমুখী সেতু নামে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও পরবর্তীতে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে সংযুক্ত করে।



মন্তব্য চালু নেই