এবার বোমায় কাঁপলো বাগমারা

রাজশাহী: পুলিশের গুলিতে দু’জন নিহত হওয়ার পর এবার দুর্বৃত্তের হাতবোমায় কাঁপল বাগমারা। রোববার রাত ৭টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের গাঙ্গোপাড়া মোড় ও যাত্রাগাছি বাজারে পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় জনগণ তাদের ধাওয়া করে। তবে বোমায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

গাঙ্গোপাড়া মোড়ের প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, রোববার রাত ৭টার দিকে তেলিপুকুর এলাকার দিক থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক গাঙ্গোপাড়া মোড়ে পর পর দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। তবে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপর তারা যাত্রাগাছি বাজারে আরো দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দোকান পাট বন্ধ হয়ে যায়। এ ঘটনার দু’ঘণ্টা পর সেখানে পুলিশ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে কথা বলতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের মোবাইলে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ধরেননি। তবে থানার কর্তব্যরত অফিসার এএসআই আইনাল হক জানান, তারা এ ধরনের কোনো খবর পাননি।

প্রসঙ্গত, শনিবার বিকেলে বাগমারার হাটগাঙ্গোপাড়া এলাকায় বাতিল হয়ে যাওয়া ইউপি নির্বাচনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশের গুলিতে দুই আ.লীগ কর্মী নিহত হয়েছেন।



মন্তব্য চালু নেই