এবার দুই মাথাওয়ালা শিশুর জন্ম!
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল দুই মাথাওয়ালা একটি শিশু জন্ম দিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার জয়সারা গ্রামের আর্জিনা (২০)। তবে প্রিয় সন্তানটিকে জীবিত দেখতে পান নি গর্ভধারীনি মা।
সোমবার দুপুর ১২টার দিকে রামেক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে মৃত অবস্থায় শিশুটির জন্ম হয়। খবরটা ২২ নম্বর ওয়ার্ড ও আশেপাশে ছড়িয়ে পড়লে কৌতুহলি মানুষ শিশুটিকে দেখতে ভিড় জমায়। শিশুটির মাথা থেকে ঘাড়ের অংশটি আলাদা। তবে শরীর একটাই।
আর্জিনা বেগমের স্বামী জানান, এটি তাদের প্রথম সন্তান।
রোববার রাতে স্ত্রীর প্রসব ব্যাথা ওঠলে তিনি তাকে নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সোমবার সকালে চিকিৎসকরা স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হলে পরে সকাল ৯টার দিকে তাদের পাঠিয়ে দেয়া হয় রামেক হাসপাতালে। দুপুর ১২টার দিকে শিশুটির জন্ম হয়। তবে জীবিত নয়, মৃত অবস্থায়।
এ ব্যাপারে রামেক হাসপাতালের গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসিনা আখতার বলেন, শিশুটি জমজ ছিল। কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে গর্ভে সঠিকভাবে বিকাশ না হওয়ায় অনেক সময় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া লেগে থাকে। সে কারণে শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং সেভাবেই জন্ম নিয়েছে।
আরো পড়ুন :
মন্তব্য চালু নেই