এবার ঢাকায় আমেরিকান ক্লাব বন্ধ ঘোষণা

বাংলাদেশে বসবাসরত নাগরিকদের সতর্ক করার পর আমেরিকান ক্লাব সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দ্য আমেরিকান অ্যাম্বাসি এমপ্লয়িজ এসোসিয়েশন (এইইএ)-এর ব্যবস্থাপনা বিভাগ ক্লাবের সদস্যদের প্রতি সতর্কতামূলক একটি ই-মেইল পাঠানো হয়েছে।

আমেরিকান অ্যাম্বাসির পাঠানো ই-মেইলে বলা হয়েছে- “প্রিয় সদস্য, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এইইএ সাময়িকভাবে বন্ধ থাকবে।”

বাংলাদেশে বসবাসরত নাগরিকদের সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, তারা তথ্য পেয়েছে যে, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী গ্রুপগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে।

এতে মার্কিন নাগরিকদের কোন জমায়েতে, যেখানে বিদেশিরা সমবেত হতে পারেন, সেসব স্থানে উপস্থিতি সীমিত রাখতে বলেছে। তাদের ওয়েবসাইটে ঢাকার রেস্তোরাঁ, হোটেল, অন্যান্য স্থান যেখানে বিদেশিরা ঘন ঘন সমবেত হন- এমন সব খোলা স্থানে মার্কিন নাগরিকদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গুলশানের ৯০ নম্বর সড়কে গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক তাভেল্লা। এ ঘটনার পর উদ্বিগ্ন ব্রিটেন, কানাডাসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক করেছে।



মন্তব্য চালু নেই